৩৩ শতাংশ সয়ামিল রফতানি বাড়িয়েছে ব্রাজিল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১২ ১৭:২৩:১৯
চলতি সেপ্টেম্বরে ব্রাজিলের পারানাগুয়া বন্দর থেকে সয়ামিল রফতানি বেড়েছে।শক্তিশালী চাহিদার পাশাপাশি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার পিছিয়ে পড়া রফতানি বৃদ্ধিতে সহায়তা করছে। খবর রয়টার্স।
এ ব্যাপারে রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে ব্রাজিলের পারানাগুয়া বন্দর কর্তৃপক্ষ জানায়, গত মাসে রফতানিকারকরা ৪ লাখ ১৯ হাজার ৩১৪ টন সয়ামিল জাহাজীকরণ করেছেন। আগস্টের তুলনায় রফতানি ৩৫ ও এক বছরের ব্যবধানে প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।
পারানাগুয়া এক্সপোর্ট করিডোর টার্মিনাল অ্যাসোসিয়েশন জানায়, আন্তর্জাতিক বাজারদর ও চাহিদা সয়ামিল রফতানিতে ব্রাজিলকে সুবিধা দিয়েছে। ব্রাজিলে প্যারাগুয়ের সয়ামিল রফতানিও এক্ষেত্রে ভূমিকা রেখেছে।
সানবিডি/এনজে