হাসপাতালে বেগম খালেদা জিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১২ ১৭:৫০:১১


শারীরিক পরীক্ষ‍ার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।আজ মঙ্গলবার বেলা ৩টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়াকে বহনকারী গাড়িটিতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা ও পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামকে হাসপাতালে নেয়ার আগে তার সঙ্গে দেখা করে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ফিরোজায় কিছু সময় থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তিনি গত কয়েক দিন জ্বরে আক্রান্ত। এই জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

সানবিডি/এনজে