বুধবার ইভ্যালির পরিচালনা পর্ষদ গঠন করে দেবে হাইকোর্ট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১২ ১৮:১৫:৫২
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য বুধবার একটি পর্ষদ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন হাইকোর্ট। পরিচালনা পর্ষদে একজন সাবেক বিচারপতি, একজন সচিব, একজন চাটার্ড অ্যাকাউন্টেড ও একজন আইনজীবী থাকবেন।
আজ মঙ্গলবার ইভ্যালি অবসায়ন চেয়ে করা এক রিটের শুনানি শেষে বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিন এক গ্রাহকের পক্ষে আদালতের শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। আর বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কুমার বল। তিনি সাংবাদিকদের জানান, ইভ্যালির অবসায়ন চেয়ে করা আবেদনের শুনানি ছিল আজ। শুনানি শেষে আদালত বলেছে, এ বিষয়ে একটি বোর্ড গঠন করে দেয়া হবে।
সানবিডি/এনজে