এডিপি বাস্তবায়নের হার পাঁচ বছরের সর্বনিম্নে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৩ ১৫:১৭:১১
চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৫ দশমিক ৩১ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এসময়ে এক হাজার ৫৯১ প্রকল্পের বিপরীতে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে ১২ হাজার ৫৬৬ কোটি ৩০ লাখ টাকা।
আজ বুধবার (১৩ অক্টোবর) পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকা।
মহামারি করোনার প্রথম ঢেউয়ের সময়ে (জুলাই-সেপ্টেম্বর) এই তিন মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার ভালো ছিল। ২০২০-২১ ও ২০১৯-২০ অর্থবছরের সেসময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০১৮-১৯ ও ২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ২৫ ও ১০ দশমিক ২১ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই-সেপ্টেম্বর) শেষে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হার করোনার ওই সময়ের চেয়েও কম। প্রকল্প বাস্তবায়ন হার গত সেপ্টেম্বরে ছিল মাত্র ১ দশমিক ৪৮ শতাংশ। যেখানে আগের বছর একই সময়ে বাস্তবায়ন হার ছিল চার দশমিক ১৭ শতাংশ।
সানবিডি/এনজে