ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় নুরকে অব্যাহতি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১৩ ১৭:৪৪:৩৫


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ফেসবুক লাইভে ঢাবির এক শিক্ষার্থীকে ‘দুশ্চরিত্রাহীন’ বলে উল্লেখ করেন— এই অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৩ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার দেওয়া তদন্ত প্রতিবেদনটি গ্রহণ করে নুরকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

এর আগে গত ৩ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক ফরিদা পারভীন লিয়া নুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দাখিল করেন।

সানবিডি/এনজে