মহামারীপূর্ব প্রবৃদ্ধির ধারায় ফিরছে বৈশ্বিক পণ্য বাণিজ্য
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৪ ১৪:২৫:৪৯
পণ্য বাণিজ্যকে মহামারীপূর্ব প্রবৃদ্ধির ধারায় নিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনৈতিক কর্মকান্ডের পুনরুত্থান।বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সম্প্রতি ২০২১ ও ২০২২ সালের জন্য করা বাণিজ্য পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ডব্লিউটিও বর্তমানে প্রত্যাশা করছে চলতি বছর বৈশ্বিক পণ্য বাণিজ্যে ১০ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি আসবে। এটি গত মার্চে করা ৮ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় বেশি। এছাড়া ২০২২ সালে বাণিজ্যে আরো ৪ দশমিক ৭ শতাংশ সম্প্রসারণ ঘটবে, যা এর আগের তুলনায় ৪ শতাংশ বেশি।
গত বছর করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে সব ধরনের পণ্য বাণিজ্যে পতন দেখা দেয়। তবে এ বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে বাণিজ্যে গতির সঞ্চার হয়। এখন পর্যন্ত এ ধারা অব্যাহত আছে। কভিড-১৯ সংকট-পূর্ববর্তী দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে পণ্য বাণিজ্য। ফলে প্রবৃদ্ধির মাত্রা সহনশীল থাকবে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ডব্লিওটির বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহজনিত ইস্যুগুলোর মধ্যে বাজারে সেমিকন্ডাক্টর সংকট, দেশে দেশে বন্দরগুলোতে তীব্র জটসহ নানা বিষয় সরবরাহ চেইনে সংকোচন ঘটাতে পারে। তবে সর্বোপরি বিশ্ববাজারে এসব বিষয় বড় ধরনের প্রভাব তৈরি করবে না। তারা জানান, বর্তমানে বহুমুখী সংকটের পরিবর্তে করোনা নিজেই বিশ্ববাজারে মন্দার ক্ষেত্রে সবচেয়ে বড় হুঁশিয়ারি।
সানবিডি/এনজে