দর পতনের শীর্ষে এইচআর টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৪ ১৬:০৪:১৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০২ বারে ১ লাখ ৯৭ হাজার ২৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭১ বারে ২ হাজার ৩০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৬ বারে ২২ লাখ ১৩ হাজার ৭৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৩ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফারইস্ট ফাইন্যান্সের ৪.১০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.৭১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৫৭ শতাংশ, এপেক্স ফুডসের ৩.৪১ শতাংশ, নর্দান ইসলামী ইন্সুরেন্সের ৩.৪১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৪০ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৩.৩৫ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস