চট্টগ্রামে মা ও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১০-১৫ ১০:৫৫:৫৪


চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি জানান, মা ও দুই শিশু সন্তানের লাশ ওড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মায়ের বয়স আনুমানিক ৩০/৩২ বছর। দুই ছেলে-মেয়ের মধ‌্যে মেয়ের আনুমানিক বয়স ৭ বছর এবং ছেলের ২ বছর। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।

এএ