সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৬ ১০:২৭:০৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৪ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩৭ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শেফার্ডের দর বেড়েছে ২০ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের দর বেড়েছে ৩১ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৭ কোটি ৯১ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৬৮ লাখ ২৫ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৯.৫৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৯.০৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬.৫৫ শতাংশ, ফরচুন সুজের ১৩.৭১ শতাংশ, আমান ফিডের ১২.০১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১১.৪১ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.৩০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস