৩ শতাংশের বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৬ ১৪:১৩:৩২


বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। চলতি সপ্তাহে জ্বালানি তেলের দামে প্রবৃদ্ধির পরিমাণ ৩  শতাংশের বেশি দাঁড়িয়েছে।কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ ঘাটতি চলছে। পাশাপাশি গ্যাস ও কয়লার দাম বাড়ার কারণে বিভিন্ন দেশ আরো বেশি হারে জ্বালানির উৎস হিসেবে তেলের দিকে ঝুঁকছে। এদিকে সংকট মোকাবেলায় জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রাশিয়া। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ ডটকম।

গত ২০১৮ সালের পর ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য যেকোনো সময়ের সর্বোচ্চে পৌঁছেছে। চলতি সপ্তাহে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বৃদ্ধি পায়। বর্তমানে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৮৪ সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৪ ডলার ৮৪ সেন্ট। ফ্রন্ট মান্থ প্রাইস বৃদ্ধির ক্ষেত্রে টানা ছয় সপ্তাহের ধারাবাহিকতা বজায় রয়েছে। চলতি সপ্তাহে এটি ৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বৃদ্ধি পায় দশমিক ৯ শতাংশ। ৭৪ সেন্ট বৃদ্ধিতে বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের মূল্য দাঁড়িয়েছে ৮২ ডলার ৬ সেন্ট। বৃহস্পতিবার ডব্লিউটিআই ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছিল ৮৭ শতাংশ। পরপর আট সপ্তাহ দাম বৃদ্ধির ফলে চলতি সপ্তাহে ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে।

সানবিডি/এনজে