হিলিতে ২৩ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব ‍ঘাটতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৬ ১৪:২৩:৪৫


দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আহরণে লক্ষমাত্রার বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৬ লাখ টাকা। এ সময় বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১৮ কোটি ২৪ লাখ টাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৯৪ কোটি ৫৮ লাখ টাকা। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করায় এমন ঘাটতি দেখা দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে সামনের মাসগুলোয় আমদানির পরিমাণ বৃদ্ধি পেলে রাজস্ব আহরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে জানিয়েছে হিলি স্থল শুল্কস্টেশন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে হিলি স্থল শুল্কস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত ২০২১-২২ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অনুযায়ী

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৩৫ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকা। আগস্টে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ কোটি ৯৬ লাখ টাকা। বিপরীতে আগস্টে রাজস্ব আহরণ হয়েছে ২৬ কোটি ৬২ লাখ টাকা। সেপ্টেম্বরে বন্দরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ছিল ৩৭ কোটি ৯৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে এ মাসে রাজস্ব আহরণ হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা।

সানবিডি/এনজে