যে সকল চ্যানেলে বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৬ ১৫:০২:৩৯
অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। রাত গড়ালেই শুরু ব্যাট-বলের লড়াই। ১৭ অক্টোবর পর্দা উঠছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাল-সবুজের বাংলাদেশ দল।
বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ দলের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর এই পর্বে পাপুয়ানিউগিনি ও স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা।
বিশ্বকাপের আনুষ্ঠানিক বাছাইপর্ব ম্যাচগুলো টেলিভিশনে পর্দার দেখা না গেলেও মূল খেলাগুলো দেখা যাবে সরাসরি। বাংলাদেশ থেকে সমর্থকরা প্রিয় দলের খেলা দেখতে পারবেন তিনটি চ্যানেলে। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখাবে।
টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি খেলা উপভোগের সুযোগ আছে। বাংলাদেশি সমর্থকরা- বায়োস্কোপ, র্যাবিটহোল, টফি, বিঞ্জ, বিকাশ, গেম অন ও মাই স্পোর্টসে খেলা দেখতে পারবে।
একনজরে বিভিন্ন দেশের ব্রডকাস্টারদের তালিকা:
বাংলাদেশ : জিটিভি, বিটিভি, টি-স্পোর্টস, বায়োস্কোপ, র্যাবিটহোল, টফি, বিঞ্জ, বিকাশ, গেম অন ও মাই স্পোর্টস।
ভারত : স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার।
পাকিস্তান: পিটিভি স্পোর্টস, এএস স্পোর্টস, দারাজ অ্যাপ।
নেপাল : স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
মালদ্বীপ : স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
ভূটান : স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
আফগানিস্তান: আরটিএ স্পোর্টস, আরিয়ানা টিভি।
শ্রীলঙ্কা: সিয়াথিা টিভি, স্টার স্পোর্টস, সিয়াথা টিভি ওয়েবসাইট।
অস্ট্রেলিয়া: ফক্স ক্রিকেট , ফক্সটেল গো, ফক্সটেল নাও, কায়ো স্পোর্টস।
যুক্তরাজ্য: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস,।মিক্স স্কাই স্পোর্টস অ্যাপ।
আয়ারল্যান্ড: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস, মিক্স স্কাই স্পোর্টস অ্যাপ।
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস ৩, স্কাই স্পোর্টস নাও ওয়েবসাইট।
মধ্যপ্রাচ্য : ক্রিকলাইফ ম্যাক্স, ওমান টিভি (শুধুমাত্র মাসকাটের ম্যাচগুলো), স্টারজ প্লে, সুইট টিভি।
যুক্তরাষ্ট্র : উইলো, উইলো এক্সট্রা, ইএসপিএন+
কানাডা : উইলো, কানাডা হটস্টার।
দক্ষিণ আফ্রিকা: সুপার স্পোর্ট, ক্রিকেট সুপার স্পোর্ট, ক্রিকেট ওয়েবসাইট।
মালেশিয়া: অ্যাস্ট্রো ক্রিকেট, হট স্টার
হংকং : অ্যাস্ট্রো ক্রিকেট, ইয়ুপ টিভি।
সিঙ্গাপুর : অ্যাস্ট্রো ক্রিকেট (সিংটেল), হট।
সানবিডি/ এন/আই