শাবিতে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-১৬ ১৫:০৭:৫৯


ফাইজারের টিকা প্রদানের মাধ্যমে শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

টিকা প্রদানের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।

টিকা কার্যক্রম উদ্বোধনকালে উপাচার্য বলেন, করোনা মহামারির কারণে বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম প্রায় দুই বছর পর শুরু করার লক্ষ্যে সব শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করতে এই কার্যক্রমের উদ্বোধন করা হলো।

২৫ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এছাড়াও আগামী মাসের ১ম সপ্তাহে ক্লাস ও পরীক্ষা চালু করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম, ড. জহির বিন আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. জহীর উদ্দিন আহমদ, প্রক্টর ড. আলমগীর কবীর, ড. মিজানুর রহমান খান, মেডিকেল প্রশাসক ড. কবির হোসেন, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান।
সানবিডি/ এন/আই