মহাকাশ স্টেশনে তিন চীনা নভোচারীর সফল অবতরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৬ ১৮:৩৫:৫৩


চীনের তিন নভোচারী দেশটির তৈরি মহাকাশ স্টেশনে সফলভাবে অবতরণ করেছেন।এটিই চীনের সবচেয়ে বড় মহাকাশ মিশন। যা দেশটিকে মহাকাশ শক্তি হওয়ার পথে নতুন মাত্রা যুক্ত করেছে। খবর আলজাজিরা।

চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত গোবি মরুভূমির জিউকুয়ান কেন্দ্র থেকে শুক্রবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাত ১টায় মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, টিয়ংগং স্পেস স্টেশনে এই নভোচারী দলটি ছয় মাস থাকবে বলে আশা করা হচ্ছে।

এই প্রতিবেদনে বলা হয়, উৎক্ষেপণের পর এটিকে সফল যাত্রা হিসেবে ঘোষণা দেয় চায়না ম্যানেজড স্পেস এজেন্সি। এছাড়াও যানটির ক্রু সদস্যরা ভালো আছেন বলেও জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থাটি।

তিন ক্রুকে বহনকারী শেনঝো-১৩ নামে যানটি উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর ওই মহাকাশ স্টেশনে পৌঁছায় বলে শনিবার সকালে এক সংক্ষিপ্ত খবরে জানিয়েছিল সিনহুয়া।

টিয়াংগং স্টেশনে তারা ১৮০ দিন অবস্থান করবেন। সেখানে তারা স্টেশনের সরঞ্জাম এবং পরীক্ষার প্রযুক্তি স্থাপন করবেন। এর আগের দলটি ওই স্টেশনে ৯০ দিন অবস্থান করে পৃথিবীতে ফিরে এসেছিল।

সানবিডি/এনজে