বিশ্বরেকর্ডের সামনে সাকিব

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৭ ১৭:৪৬:০৯


বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করছেন। আর মাত্র এক উইকেট শিকার করলেই অনন্য রেকর্ড গড়বেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেই বিশ্বরেকর্ড গড়ার হাতছানি সাকিবের সামনে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে মাত্র এক উইকেট পেলেই মালিঙ্গার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যাবেন সাকিব। আর দুটি উইকেট পেলে সবাইকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডই গড়বেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একশর বেশি উইকেট নেওয়া বোলারের সংখ্যা মাত্র দুইজন। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ৮৩ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে অবসরে গেছেন।

৮৭ ম্যাচে ১০৬ উইকেট নিয়ে তার ঠিক পরেই আছেন সাকিব। ৮১ ম্যাচে ৯৯ উইকেট নিয়ে তৃতীয় পজিশনে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

সানবিডি/ এন/আই