মোদি সংখ্যালঘু নিরাপত্তার আশ্বাস দিলে বাংলাদেশে সহিংসতার বিষয়টি গুরুত্ব পাবে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১৭ ১৮:২৬:২৬


বাংলাদেশে বসবাস করা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উত্থাপন বেশি গুরুত্ব বহন করবে যদি তিনি নিজ দেশে অর্থাৎ ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রেও একই রকম আশ্বাস দিতে পারেন।

আজ রবিবার এক টুইটবার্তায় রবিভারতের প্রখ্যাত ইংরেজি পত্রিকা দ্য হিন্দুর কূটনৈতিক বিষয়ক সম্পাদক সুহাসিনী হায়দার এমন মন্তব্য করেছেন। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি লিখেছেনঃ

“বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চলছে। কিন্তু প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) যদি ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে একই আশ্বাস দিতে পারেন তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বিষয়টি উত্থাপন করা আরও বেশি গুরুত্ব বহন করবে। ফরেন পলিসি-ডমেস্টিক পলিসির যোগসূত্রে ভালো খারাপ দুই ধরনের প্রভাবই রয়েছে।”

সানবিডি/এনজে