টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৭ ১৯:৪৯:৩৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আল আমিরাতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘দেখে মনে হচ্ছে ভালো উইকেট, রান হবে অনেক। কিন্তু শিশিরের কারণে আমরা রান তাড়া করতে চাই।’
স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার বলেছেন, ‘যাই হোক আমরা খুশি। প্রথমে ব্যাট করব, খুশি। বোর্ডে রান তুলতে পারলে শেষ ইনিংসে চাপ তৈরি করতে পারব। হয়তো শিশির থাকবে, কিন্তু এর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’
জোড়াতালি দিয়ে তৈরি এই স্টেডিয়ামে শুরু হবে লাল সবুজের বাংলাদেশের মিশন বিশ্বকাপ। এই আল আমিরাতের ইনডোরে তৈরি অস্থায়ী সংবাদ সম্মেলনে বসে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ গাইলেন আশার জয়গান। হাসিমুখে প্রবেশ করেই বুঝিয়ে দিয়েছেন স্কটিশ বাধা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর বাংলাদেশ। রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা।
বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে সুখকর সময় পার করছে। টানা তিনটি সিরিজ জয়, র্যাংকিংয়ে নিজেদের ইতিহাসে সেরা স্থানে (ষষ্ঠ), এর চেয়ে ভালো কী হতে পারে? বাংলাদেশের সমর্থকরা যখন বিশ্বকাপ স্বপ্নে বিভোর, তখন টানা দুটি প্রস্তুতি ম্যাচে হেরে খটকা লাগিয়ে দিলেন মাহমুদউল্লাহরা। কিন্তু বিশ্বকাপ শুরুকে কেন্দ্র করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যে আশার বাণী শুনিয়েছেন দলপতি তা এক কথায় প্রকাশ করলে হবে ‘পরাজয়ে ডরে না বীর।’
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেট রক্ষক), মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান
স্কটল্যান্ড স্কোয়াড: জর্জ মুন্সি, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথিউ ক্রস (উইকেট রক্ষক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রীভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ, ব্র্যাডলি হুইল
এএ