খরায় উৎপাদন কম হওয়ায় গম আমদানি বাড়াচ্ছে ইরান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৮ ১৪:২৮:৫০


চলতি মৌসুমে উৎপাদন কম হওয়ায় রেকর্ড পরিমাণ গম আমদানি করবে ইরান।ইরানিয়ান শিল্পসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। তীব্র খরায় দেশটির গম উৎপাদনে এ বছর ব্যাপক বিপর্যয় নেমেছে। এ কারণেই কৃষিপণ্যটির আমদানি বাড়াতে বাধ্য হচ্ছে দেশটি। এদিকে বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় ঊর্ধ্বমুখী আমদানি দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

ইরানের প্রধান খাদ্য রুটি তৈরিতে গমের ব্যবহার ব্যাপক। কিন্তু চলমান খরায় গমের সংকট দেখা দেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ওপর সুপেয় পানির সংকট দেশটির সরকারকে চাপের মুখে ফেলতে পারে।

যু্ক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে কার্যত পঙ্গু করে তুলেছে। পাশাপাশি কভিড-১৯-এর প্রভাব খাদ্য ও ওষুধ ক্রয়ে দেশটির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে উচ্চজাহাজীকরণ ব্যয় চ্যালেঞ্জকে আরো প্রকট করে তুলছে।

সংশ্লিষ্টরা জানান, চলতি বছর ইরানে গম উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমতে পারে। ফলে রুটির সরবরাহ সুরক্ষিত রাখতে গমের আমদানি বাড়াচ্ছে ইরান।

সানবিডি/এনজে