আফগান ইস্যুতে আলোচনায় পাকিস্তানসহ ৫ দেশকে ভারতের আমন্ত্রণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৮ ১৪:৩৮:০৮
তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তানসহ পাঁচ দেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আগামী ১০ থেকে ১১ নভেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে এই বৈঠকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আমন্ত্রণ জানায়নি দিল্লি। খবর হিন্দুস্তান টাইমসের
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই জাতিসংঘসহ নানা ফোরামে এ নিয়ে কথা বলেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ইস্যুতে অন্য বিশ্বনেতাদের সঙ্গেও কথা বলেছেন। তবে তালেবান ক্ষমতায় আসার পর আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের উদ্যোগে বৈঠক আহ্বানের ঘটনা এটিই প্রথম।
আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তান ছাড়া বাকি দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, ইরান ও তাজিকিস্তান।
সানবিডি/এনজে