সিমেন্ট উৎপাদনকারীদের নির্বাচন ২৩ অক্টোবর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৮ ১৯:৪১:৫৫
সিমেন্ট উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিসিএমএ) এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আগামী ২৩ অক্টোবর সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিসিএমএ-এর বর্তমান প্রেসিডেন্ট মোঃ আলমগীর কবির উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন। এজিএম-এ পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২১-২২ এবং ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হবে।
মোঃ আলমগীর কবির বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে দেশের সিমেন্ট শিল্পের উন্নয়ন ও বিকাশে তারা কাজ করেছেন। সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকেও অগ্রাধিকার দিয়েছেন তারা। তিনি বলেন, “বিগত বছরগুলোতে আমাদের যতটুকুই কর্মকান্ড ছিল, তা আমাদের এই সংগঠনের সুনাম ও মর্যাদা বাড়িয়েছে এবং আরও বেশি ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হয়েছে।”
মোঃ আলমগীর কবিরের পূর্বে বিসিএমএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মোস্তফা কামাল।
এএ