ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৯ ১০:২২:৪৭


বেলারুশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দে বুইয়ান্স দে লাকোস্তকে বহিষ্কার করেছে দেশটির সরকার।

রাষ্ট্রদূত লাকোস্ত এরই মধ্যে বেলারুশ থেকে চলে গেছেন। তবে কেন এ রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে তা জানা যায়নি। খবর আলজাজিরার।

এ বিষয়ে মিনস্কে অবস্থিত ফ্রান্সের দূতাবাসও কিছু বলতে পারেনি।

বেলারুশের গণমাধ্যম জানিয়েছে, প্যারিসে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত ইগর ফেসেনকোকে দেশে ডেকে পাঠিয়েছে মিনস্ক।

দেশটির গণমাধ্যম বলছে, মিনস্কে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ফরাসি রাষ্ট্রদূত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কখনও সাক্ষাৎ করেননি এবং তার পরিচয়পত্রের কপিও জমা দেননি।

এর পরিবর্তে তিনি বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেইয়ের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

ইউরোপের বেশ কয়েকটি দেশের মতো ফ্রান্সও বেলারুশের বিতর্কিত নির্বাচনের জন্য লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে না।

সানবিডি/ এন/আই