হিলিতে কেজিতে ১২ টাকা কমেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১৯ ১৪:২৩:০৬
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পূজার ছুটি শেষে পেঁয়াজ আমদানি চালুর সঙ্গে সঙ্গে পাইকারিতে দাম কেজিপ্রতি ১২ টাকা করে কমেছে। বন্ধের আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪৮-৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৬-৩৮ টাকায় নেমেছে।
স্থলবন্দরের জনসংযোগ হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্ধের পর রোববার বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি পেঁয়াজ আমদানি হয়েছে। এ দিন বন্দর দিয়ে ১৭টি ট্রাকে ৪৭৪ টন পেঁয়াজ আমদানি করা হয়। এসব পেঁয়াজ দ্রুত খালাস করে আমদানিকারকদের কাছে সরবরাহ করা হয়েছে। তবে সোমবারও বন্দর দিয়ে আমদানি অব্যাহত ছিল।
সানবিডি/এনজে