ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-১৯ ১৮:৫৬:১৪


ধর্ষণ মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিঠুকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে মিঠুকে গ্রেফতার করে পুলিশ। মিঠু জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এক তরুণীর দায়ের করা মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করে আদালতে উপস্থিত করা করা হয় বলে জানান সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর দক্ষিণ জামশা গ্রামের এক তরুণী (২১) মানিকগঞ্জ আদালতের শিশু ও নারী নির্যাতন দমন অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। (আদালতের মিস পিটিশন মামলা নম্বর- ১৬৩/২০২১।)

মামলার বিবরণ থেকে জানা যায়, চেয়ারম্যান মিঠু ১০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে কথিত বিয়ের ঘোষণা দিয়ে ওই তরুণীকে নিয়ে বসবাস করছিলেন। একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে চেয়ারম্যান কৌশলে বাচ্চা নষ্ট করে ফেলেন। পরবর্তীতে কাবিননামা চাইলে তাদের মধ্যে সমস্যা বাড়তে থাকে। একপর্যায়ে চেয়ারম্যান মারধর করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানিয়েছেন, ধর্ষণের মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মিঠুকে সোমবার (১৮ অক্টোবর) রাতে গ্রেপ্তার করা হয়।

এএ