২৪ অক্টোবর স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১৯ ১৯:০১:৩৭


দক্ষিনাঞ্চলবাসীর বহুল প্রতিক্ষীত বরিশাল- পটুয়াখালী সড়কের ২৬তম কিলোমিটারে লেবুখালীর পায়রা নদীর উপর নব নির্মিত স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন হচ্ছে আগামী ২৪ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় গনভবন থেকে ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে  এই সেতুর উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) পায়রা সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সেতুটি উদ্বোধন হলে কাঠালবাড়ি ঘাট থেকে দেশের সর্ব দক্ষিনের কুয়াকাটা পর্যন্ত ফেরী ছাড়া সড়ক যোগাযোগ চালু হবে এবং এতে মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানান বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

এ বিষয়ে পায়রা সেতু প্রকল্পের পরিচালক মো. আবদুল হালিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী ভার্চুয়ালী পায়রা সেতু উদ্বোধন ঘোষনা করবেন। এ লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছেন তারা। উদ্বোধনের পরপরই সেতুটি যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে তিনি জানান।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল জানান, ২৪ অক্টোবর বরিশালসহ দক্ষিনাঞ্চলবাসীর জন্য একটি ঐতিহাসিক ও স্মরনীয় দিন হবে। ওই দিন প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পায়রা সেতুর উদ্বোধন করবেন। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মাওয়া-কাঠালবাড়ি থেকে সর্ব দক্ষিনের কুয়াকাটা পর্যন্ত ফেরী বিহীন সড়ক যোগাযোগ চালু হবে। এতে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন তড়ান্বিত হবে।

সানবিডি/এনজে