গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মাছ ব্যবসায়ী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-১৯ ১৯:১৭:৪১
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় নছিমনের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে জোবায়ের মোল্লা (২৬), একই গ্রামের আক্কাস মোল্লার ছেলে লিমন মোল্লা (৩০) ও রমেশ মিত্রের ছেলে মঙ্গল মিত্র (৩০)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক জানান, সদর উপজেলার উলপুরের একটি পুকুর থেকে মাছ ধরে নছিমনে করে চন্দ্রদিঘলিয়া যাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। পল্লীবিদ্যুৎ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মঙ্গল মিত্র ও জোবায়ের মারা যান। হাসপাতালে নেওয়ার পর লিমনের মৃত্যু হয়।
এএ