সোশ্যাল ইসলামী ব্যাংকের ছয় উপশাখা উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৯ ২১:০০:৩৩


সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ৬টি নতুন উপশাখার উদ্বোধন করেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান উপশাখাগুলো উদ্বোধন করেন।

উপশাখাগুলো হলো- লাহিনী বটতলা ও খোকসা (কুষ্টিয়া), মাহিনী বাজার (কুমিল্লা), গ্রীন রোড ও কালাচাঁদপুর (ঢাকা), গাজীপুর বোর্ড বাজারে (গাজীপুর)।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন।

এছাড়াও উপশাখাগুলোর নিয়ন্ত্রণকারী শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

এএ