ইউক্রেনের গম ও ভুট্টা উৎপাদনে রেকর্ড গড়ার পূর্বাভাস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২০ ১৪:৩১:২৮


ইউক্রেনে ভুট্টা ও গম উৎপাদন এবং রফতানিতে হতাশাজনক একটি বছর পার করার পর চলতি ২০২১-২২ বিপণন মৌসুমে রেকর্ড উৎপাদন ও রফতানির প্রত্যাশা করছে দেশটি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেইন এগ্রিকালচার সার্ভিসের গ্লোবাল এগ্রিকালচার ইনফরমেশন নেটওয়ার্ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২০-২১ মৌসুমে কৃষিপণ্য দুটি উৎপাদনে ধস নেমেছিল। বৈরী আবহাওয়ার কারণে আবাদ ও উৎপাদন লক্ষণীয় মাত্রায় কমে যায়। তবে ২০২১-২২ মৌসুমে ইউক্রেনে ভুট্টা উৎপাদন আগের মৌসুমের তুলনায় ২৯ শতাংশ বেড়ে ৩ কোটি ৯০ লাখ টনে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। রফতানি ৪১ শতাংশ বেড়ে ৩ কোটি ৪০ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গম উৎপাদন ২৭ শতাংশ বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। দেশটিতে ৩ কোটি ২১ লাখ টন গম উৎপাদন হতে পারে। রফতানি দাঁড়াতে পারে ২ কোটি ৩৮ লাখ টনে, যা এর আগের মৌসুমের তুলনায় ৪১ শতাংশ বেশি।

সানবিডি/এনজে