মতলবে পুকুরে ভাসছিল ভাই-বোনের মরদেহ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-২০ ১৮:৫০:২৭
চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামপুর গ্রামের খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো, ইয়ামিন (৪) ও জান্নাত (৪)। ইয়ামিন খাঁন বাড়ির সিরাজ খাঁনের ছেলে ও জান্নাত ইসমাইল খাঁনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ও জেঠাতো ভাই-বোন।
সিরাজ খাঁন জানান, পরিবারের সবার অজান্তে বাড়ির পুকুরে চলে যায় তারা। দীর্ঘ সময় তাদেরকে না পেয়ে বাড়ির সবাই খুঁজতে থাকে। হঠাৎ করে দেখতে পাই পুকুরের পানিতে জান্নাত ও ইয়ামিন ভেসে আছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাজাহান কামাল বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি।
এএ