মেঘনায় কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২১ ১৮:০৭:১৫
নিখোঁজের দুই দিন পর মেঘনা নদী থেকে পারভেজ নামে এক কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এস এম তাহসিন রহমান বলেন, ব্যাপক তল্লাশি চালানোর পর কোস্টগার্ড পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে হিজলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের ট্রলারে জেলেরা হামলা করে। এ সময় হামলার শিকার কোস্টগার্ডের তিনজন সদস্য মেঘনা নদীতে পড়ে যায়। এদের মধ্যে দুইজন উদ্ধার হলেও পারভেজ নামের একজন কোস্টগার্ড সদস্য নদীতে নিখোঁজ হয়।
সানবিডি/এনজে