সন্ধ্যার পর বিচ্ছিন্ন থাকবে ভাসানচর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২১ ১৮:২৪:২৪
আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদক প্রবেশ ও মাদক ব্যবসা রোধে মনিটরিং বাড়ানো এবং সন্ধ্যার পর ভাসানচরকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ভাসানচর থেকে মূল ভূখণ্ডে সন্ধ্যার পর কোনও নৌকা চলবে না বলৌ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ধ্যার পর ভাসানচর থেকে নোয়াখালী বা হাতিয়ায় যাতায়াত বন্ধ থাকবে। রোহিঙ্গাদের জন্মহার লাগামহীনভাবে বাড়ছে। এদের জন্মহার নিয়ন্ত্রণ ও নতুন জন্ম নেওয়া রোহিঙ্গাদের তালিকাভুক্তির ব্যবস্থা করা হচ্ছে।’ আগামী ডিসেম্বর থেকে আবারও ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের কাজ শুরু হবে বলে জানান তিনি। টেকনাফ ও উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃদ্ধির কথা ভাবা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন সীমান্তে গোলাগুলির কোনও উদ্দেশ্য বিজিবির। তবে সীমান্তে যদি কেউ অবৈধ অনুপ্রবেশ করে বা সীমান্তের নিয়ম কেউ ভঙ্গ করে, তখন বিজিবি ব্যবস্থা নেয়। কেউ ফায়ার ওপেন করলে বিজিবিও ফায়ার ওপেন করে।’
তিনি আরও বলেন, ‘বিজিবির মূল উদ্দেশ্য হলো সীমান্ত রক্ষা করা। এর জন্য যা করা প্রয়োজন, বিজিবিকে সে ক্ষমতা দেওয়া হয়েছে।’
সানবিডি/এনজে