পাপুয়া নিউগিনিকে উড়িয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১০-২১ ২০:০০:৫৩
বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে সব উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয় পাপুয়া নিউগিনি। এতে করে ৮৪ রানে পরাজয়বরণ করে পিএনজি। ব্যাটিংয়ের পর বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠে সাকিব আল হাসানের হাতে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) মাস্কাটের আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হয়।
টাইগারদের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২.২ ওভারে স্কোরবোর্ডে ১১ রান জমা করে পিএনজির দুই উদ্বোধনী ব্যাটসম্যান লেগা সিয়াকা ও অধিনায়ক আসাদ ভালা। তৃতীয় ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সাইফউদ্দিন সিয়াকাকে এলবির ফাঁদে ফেলেন। এর ২ রান পর তাসকিন আহমেদ উইকেটের পেছনে অধিনায়ক ভালাকে সোহানের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান। পঞ্চম ওভারের প্রথম বলেই দলীয় ১৩ রানে চার্লস আমিনিকে নাঈমের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ ধরান সাকিব। একই ওভারের চতুর্থ বলে মেহেদী হাতে সাকিবের বলে ক্যাচ দিয়ে দলের চতুর্থ উইকেট হিসেবে রানের খাতা খোলার আগেই ফেরেন সিমন আতাই।
দলীয় ২৪ রানে পঞ্চম উইকেট হিসেবে সিসে বাউকে নাঈমের ক্যাচ বানিয়ে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন সাকিব। ১০ম ওভারের দ্বিতীয় বলে নরম্যান ভানুয়াকে মুশফিকের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান মেহেদী হাসান। দলীয় ২৯ রানে হিরি হিরিকে উইকেটের পেছনে সোহানের ক্যাচ বানিয়ে ম্যাচে চতুর্থ উইকেট শিকার করেন সাকিব।
এর মধ্য দিয়ে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদির বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড নিজের করে নেন টাইগার অলরাউন্ডার। এই ম্যাচ শেষে বিশ্বকাপে সাকিব ও আফ্রিদির উইকেট সংখ্যা এখন ৩৯টি। এছাড়াও চলতি বিশ্বকাপে সাকিব এখন উইকেট শিকারীদের শীর্ষে অবস্থান করছেন। ৩ ম্যাচ শেষে সাকিবের সংগ্রহ ৯ উইকেট। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২টি ও ওমানের বিপক্ষে ৩টি উইকেট লাভ করেন তিনি। তবে একটা জায়গায় আফ্রিদিকে ছাড়িয়েছেন সাকিব। ৩৯ উইকেট শিকার করতে আফ্রিদির খেলতে হয়েছিল ৩৪ ম্যাচ, সেখানে সাকিব খেলেছেন মাত্র ২৮ ম্যাচ।
দলীয় ৫৪ রানে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে পিএনজির অষ্টম উইকেট হিসেবে বিদায় নেন চাদ সোপার। ম্যাচে এটি ছিল সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার। নবম উইকেট হিসেবে দলীয় ৮০ রানে মোরেয়া রান আউটের শিকার হন। শেষ উইকেটে রাভুকে নিয়ে কিপলিন ডোরিগা ১৭ রানের জুটি গড়েন। দলীয় ৯৭ রানে শেষ উইকেট হিসেবে রাভুকে তাসকিন উইকেটের পেছনে সোহানের ক্যাচ বানিয়ে ফেরান। ম্যাচে এটি ছিল তাসকিনের দ্বিতীয় উইকেট।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৪টি, সাইফউদ্দিন ও তাসকিন প্রত্যেকে ২টি করে এবং মেহেদী একটি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের ৩৭ বলে ৪৬ রান, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ২৮ বলে ৫০ রান এবং শেষ দিকে সাইফউদ্দিনের ৬ বলে দ্রুতগতির ১৯ রানের কল্যাণে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পাপুয়া নিউগিনির হয়ে মোরেয়া, রাভু ও ভালা প্রত্যেকে ২টি করে উইকেট নেন। আতাই নেন এক উইকেট।
এএ