সাপ্তাহিক দর পতনের শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৩ ১১:৩৭:২৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৪০ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৫ লাখ ১৭ হাজার ২৫০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের  দর কমেছে ১৫ দশমিক ৪২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের দর কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪১ লাখ ৬০ হাজার  টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং সিরামিকের ১৪.৩৫ শতাংশ, সিমটেক্সের ১৪.৩৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৪.১৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৩.৪০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৩.৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.২০ শতাংশ এবং এএফসি এগ্রোর শেয়ার দর ১৩ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস