হিলিতে কেজিতে ৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৩ ১৪:০১:২৬
দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দাম।কয়েক দফা দাম কমায় পেঁয়াজ আমদানি করে লোকসান হচ্ছিল। এ কারণে আমদানি কমিয়ে দিয়েছেন ক্রেতারা। ফলে আবারো ভোগ্যপণ্যটির দাম বাড়তে শুরু করেছে।
এ বিষয়ে বন্দরসংশ্লিষ্টরা বলেন, বর্তমানে দেশীয় পেঁয়াজের দাম কম। তার ওপর বাজারে আমদানীকৃত পেঁয়াজের চাহিদা নেই বললেই চলে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছিল। এসব কারণে কম দামে পেঁয়াজ বেচে দিতে বাধ্য হচ্ছিলেন আমদানিকারকরা। লোকসান হওয়ায় তারা বর্তমানে আমদানি কমিয়ে দিয়েছেন। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।
জানা গেছে, মাত্র দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২-৪ টাকা করে বেড়েছে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩৪-৩৬ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, পূজার পর পেঁয়াজের দাম কমতির দিকে ছিল। যদিও মোকামগুলোতে চাহিদা কম ছিল। তবে আবারো দাম বাড়তে শুরু করেছে।
সানবিডি/এনজে