টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৪ ১৫:৫৫:০৮


সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বারের মতো লঙ্কানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ২০০৭ বিশ্বকাপের প্রথম দেখায় হারের মুখ দেখেছিল লাল-সবুজরা।

বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদ-এর জায়গায় দলে ঢুকেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। টস হেরে মাহমুদুল্লাহ জানান, টস জিতলেও তিনি শুরুতে ব্যাটিং করার কথা ভাবতেন।

শ্রীলংকার দলেও এসেছে এক পরিবর্তন। ইনজুরির কারণে খেলতে পারছেন না স্পিনার মহেষ থিকসানা। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে বিনুরা ফার্নান্দোকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি, সাইফউদ্দিন, নুরুল হাসান ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: পাথুন নিশাকা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাশুন শানাকা, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

এএ