চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-২৫ ১৭:২৩:৪৪


চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেল ও একটি আলমসাধুর (ভটভটি) ত্রিমুখী সংঘর্ষে মারুফ হোসেন (১৬) ও সজীব হোসেন (১৬) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরতলী ঘোড়ামারা সেতুর অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আকুব্বর হোসেন ও সজীব একই গ্রামের শরীফ হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের কাছে ঘোড়ামারা সেতু এলাকায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুর সাথেও ধাক্কা মারে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি। এতে পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সজীব হোসেন এবং পরে মারুফ হোসেনের মৃত্যু হয়।

সানবিডি/ এন/আই