৮ নভেম্বর থেকে ক্র্যাব ক্রীড়া উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-২৫ ১৭:৩২:১৪


আগামী ৮ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ২য় ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২১। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এটির আয়োজন করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)।

ক্রীড়া উৎসবে ইনডোর ও আউটডোর ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হবে। ইনডোর গেমসে থাকছে দাবা, ক্যারম, কলব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, শুটিং। আউটডোরে থাকছে মিনি ম্যারাথন, ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে ক্র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু।

তিনি জানান, ইনডোর গেমসে দাবা, ইন্টারন্যাশনাল ব্রিজ, কলব্রিজ ক্র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ক্যারম খেলা হবে ক্যারম ফেডারেশনে। ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পল্টন মাঠে। ইতোমধ্যে এসব টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন শেষ হয়েছে।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মিজান মালিক। এছাড়াও এতে বক্তব্য রাখেন ক্র‍্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, ক্র‍্যাবের সাবেক সহ-সভাপতি এস এম আবুল হোসেন, বর্তমান কমিটির সহ-সভাপতি নিত্য গোপাল তুতু।

এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ওয়ালটন হাইকেট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ক্র্যাবের ক্রীড়া উৎসবের অংশীদার হিসেবে কাজ করবে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনেও ওয়ালটন সবসময় পৃষ্ঠপোষকতা করে। তারই ধারাবাহিকতায় ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন পাশে দাঁড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মিজান মালিক বলেন, ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন আমাদের পাশে দাঁড়িয়ে ক্র্যাব সদস্যদের খেলাধুলার মানোন্নয়নে ভূমিকা রেখেছে। ওয়ালটন দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করছে তেমনি ক্র্যাবের পাশেও দাঁড়ানোর জন্য আমরা কৃতজ্ঞ।

এএ