ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১০-২৫ ১৮:৩৩:৫৬
নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুরে একটি স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে সিএইচআরএম স্টিল মিলে বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন— সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)। আহতরা সবাই ওই মিলের শ্রমিক।
ফতুল্লা থানার পরিদর্শক রকিবুজ্জামান জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন, বিস্ফোরণের পর স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানা থেকে ঘটনা সম্পর্কে তাদের কিছু জানানো হয়নি। তবে বিস্ফোরণের খবর তারা শুনেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ফতুল্লা ইউনিটকে ওই কারখানায় পাঠানো হয়েছে।
এএ