শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বন্ধই থাকছে ফেরি চলাচল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৬ ২১:০৮:০২
পদ্মা নদীর স্রোত না কমার কারনে সেতুর নিরাপত্তার লক্ষ্যে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বন্ধই থাকবে ফেরি চলাচল।তবে স্রোতের গতি কমলে পরবর্তী সময়ে ফেরি চালু করা হবে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামান এ তথ্য জানান।
এ ব্যাপারে আশিকুজ্জামান বলেন, ‘স্রোতের গতিবেগ ফেরি চলাচলের জন্য পুরোপুরিভাবে স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা বেশ কয়েকটি দলের সিদ্ধান্তে একমত হওয়ার পর ফেরি চলাচলের ঘোষণা আসবে। বর্তমানে পদ্মা নদীর স্রোতের গতিবেগ স্বাভাবিক অবস্থানে আসেনি। এর জন্য আরও দু-তিন দিন অপেক্ষা করতে হবে। তাছাড়া তিস্তার পানি নামতে শুরু করেছে। আশা করি, আগামী শনি ও রবিবার পরীক্ষামূলকভাবে আবারও ফেরি চালু করা হবে। তখন স্রোত অনুকূল অবস্থানে থাকলে ফেরি চালুর ঘোষণা আসতে পারে।’
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুঞ্জলতা নামে পরীক্ষামূলক একটি ফেরি মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট ছেড়ে যায় এবং দুপুর পৌনে ২টায় আবার ফিরে আসে। তবে, পরীক্ষামূলক ফেরিটি সফলভাবে পারাপার করলেও ফেরি চালুর সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
সানবিডি/এনজে