শিব শংকর ম্যারাথনে উড়ল লাল-সবুজ পতাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৭ ১৩:৫২:২৯


জার্মান প্রবাসী শিব শংকর পাল ২৪ অক্টোবর অস্ট্রেরিয়ার দ্বিতীয় বৃহতম শহর লিন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে।

এ ম্যারাথনে ২০ হাজার প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশের দোহার নবাবগঞ্জের এই ম্যারাথন দৌড়বিদের এটা ১১৩তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ। তিনি যেখানেই দৌড়ান সব সময় তার প্রিয় মাতৃভূমির গৌরবময় লাল-সবুজ পতাকা হাতে দৌড়ান।

তিনি মিউনিখ, বার্লিন, জুরিখ, নিউইয়র্ক, টোকিও , রোম, সিডনি, হিমালয়সহ (নেপাল) বহু ঝুঁকিপূর্ণ ম্যারাথনে অংশ নেন। নিরামিষভোজি ৬০ ছুঁইছুই এই ম্যারাথন দৌড়বিদ তার সুস্থ জীবন দশায় ১৫০টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ পূর্ণ করতে চান।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক, পেশায় ব্যাবসায়ী। জার্মানির ভ্যাবারিয়া প্রদেশের মিউনিখ শহরে বসবাস করেন তিন দশকেরও বেশি সময় ধরে।

ব্যবসা, দৌড় ছাড়াও বহু সামাজিক কর্মের সাথে শিব শংকর পাল জড়িত। তিনি মনে করেন, সুস্থ দেহে সুস্থ মন থাকে আর এজন্য সবাইকে কম-বেশি দৌড়ানো উচিত।

সানবিডি/ এন/আই