৪০০ টনের ফেরি উদ্ধারে কাজ করছে ৬০ টন সক্ষমতার হামজা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৭ ১৫:৫১:০৯


মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে যানবাহন নিয়ে ডুবে যাওয়া শাহ আমানত ফেরিটিকে তুলতে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। তবে হামজা ডুবে যাওয়া ফেরিটি শেষ পর্যন্ত উদ্ধার করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, হামজার উদ্ধার সক্ষমতা ৬০ টনের বেশি। অন্যদিকে ফেরিটির ওজন প্রায় ৪০০ টন। এ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে।

এদিকে বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে রওনা হলেও স্রোতের বিপরীতে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। ২৫০ টন উদ্ধার সক্ষমতার জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজে গতি আসবে।

সানবিডি/এনজে