কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-২৭ ১৭:৫৫:১৯


সততা একটি মহৎ গুণ। ব্যবসায়ীর ফেলে যাওয়া ২ লাখ টাকা ফেরত দিয়ে আলোচনায় আসলেন দিনাজপুর জেলায় হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে হাফিজুর ইসলাম (৫৫) নামের এক রিকশাচালক।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রিকশাচালক হিলির চারমাথা মোড়ে দুই লাখ টাকার দুটি বান্ডিল কুড়িয়ে পান। পরে পুলিশকে খবর দিলে মূল মালিকের সন্ধানে নামে পুলিশ। একপর্যায়ে পর্যাপ্ত প্রমাণ অনুযায়ী মালিকের হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়।

টাকার মূল মালিক ব্যবসায়ী আবুল বাশার জানান, তিনি পুরো টাকা ফেরত পেয়েছেন। ব্যবসার জন্য তিনি হিলি স্থলবন্দরে যাচ্ছিলেন। এমতাবস্থায় তার টাকাগুলো পড়ে যায়। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে রিকশাচালকের সততায় মুগ্ধ হয়েছেন তিনি। রিকশাচালকের সততায় মুগ্ধ হয়ে তাকে ১০ হাজার টাকা তাৎক্ষণিক দিয়েছেন।

হাকিমপুর থানার ওসি খাইরুল বাশার শামীম জানান, এ ঘটনার খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে হিলির চারমাথা মোড়ে এসআই বেলালসহ ফোর্স পাঠিয়ে দিয়ে টাকাগুলো উদ্ধার করি। পরে রিকশাচালক হাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী আবুল বাশারের কাছে পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়।

সানবিডি/ এন/আই