বৈশ্বিক বাজারে ঘাটতি কমেছে দস্তার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৮ ১৪:০১:৩৩


সরবরাহ বাড়ার ফলে বৈশ্বিক বাজারে ঘাটতি কমেছে দস্তার।জুলাইয়ে ঘাটতির পরিমাণ ছিল  ৪০ হাজার ৪০০ টন। আগস্টে এটি কমে ১৪ হাজার ৯০০ টনে নেমেছে। ইন্টারন্যাশনাল লেড অ্যান্ড জিঙ্ক স্টাডি গ্রুপ (আইএলজেডএসজি) এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে সংস্থাটির তথ্য বলছে, চলতি বছরের প্রথম আট মাসে বিশ্ববাজারে দস্তার ঘাটতি দাঁড়িয়েছে ৫৭ হাজার টন। বিপরীতে গত বছরের একই সময় উদ্বৃত্ত ছিল ৪ লাখ ৪৬ হাজার টন। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৩৫ লাখ টন দস্তা উৎপাদন ও ব্যবহূত হয়।

এদিকে চলতি ও আগামী বছর আন্তর্জাতিক বাজারে পরিশোধিত দস্তার সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছিল আইএলজেডএসজি। পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে বিশ্ববাজারে ২ লাখ ১৭ হাজার টন দস্তা উদ্বৃত্ত থাকবে।

সানবিডি/এনজে