রোহিঙ্গা সহায়তায় ১২ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৮ ১৮:৪৯:১৭
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্তচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ১২ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বাংলাদেশ সফরে এসে ভিডিও বার্তায় এ সহায়তার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের মানবিক সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস।
এ বিষয়ে ইইউ কমিশনার জানান, রোহিঙ্গাদের সহায়তায় ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।
সানবিডি/এনজে