সাপ্তাহিক দর পতনের শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩০ ১১:০৬:৫৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৭ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের  দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৮০ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ লাখ ৩ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেটের দর কমেছে ১৩ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৮০ লাখ ১ হাজার  টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ লাখ ২০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়াইম্যাক্স ইলেকট্রোড ১২ দশমিক ২৮ শতাংশ, এরামিট সিমেন্টের ১২ দশমিক ১১ শতাংশ, মীর আক্তারের ১১ দশমিক ২৮ শতাংশ, স্টাইল ক্রাফটের ১১ দশমিক শূন্য ৫ শতংশ, সামিট পাওয়ারের ১০ দশমিক ৮২ শতাংশ এবং সালভো কেমিকেলের ১০ দশমিক ৭৬ শতাংশ দাম কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস