মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩০ ১২:৩৮:৪৫


মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে মুক্তি মিলেছে শাহরুখপুত্র আরিয়ান খানের। ছেলে কারাগারে যাওয়ার পর থেকে উতলা হয়ে ছিলেন শাহরুখ খান; বন্ধ করে দিয়েছিলেন সব কাজ, দেখাও দেননি কাউকে। তার দুঃসহ পরিস্থিতির আপাত অবসান ঘটেছে।

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রায় চার সপ্তাহ জেল খেটে বের হন আরিয়ান খান।

গত ২ অক্টোবর এক প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে ‘মাদকসহ’ গ্রেফতার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। এরপর হেফাজতে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর ৮ অক্টোবর তাকে পাঠানো হয় কারাগারে।

মাদকের সেই মামলায় বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর শনিবার ছাড়া পেলেন আরিয়ান।

আর্থার রোডের কারাগার থেকে সকাল ১১টার দিকে আরিয়ান বেরিয়ে আসেন বলে এনটিভি জানিয়েছে। কারাগার থেকে বেরিয়ে আসার সময় শাহরুখ খানের দেহরক্ষীকে তার সঙ্গে দেখা যায়। এসময় কারাগারের বাইরে ছিল শাহরুখ খানের ভক্তদের ভিড়। তা সামলাতে নিরাপত্তার কড়াকড়িও ছিল।

সানবিডি/ এন/ আই