প্রথম একাদশে জায়গা করে নিলেন প্রবাসী ইউসুফ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-১০-৩০ ১৬:০৬:৩৪


জামাল ভূঁইয়া, তারিক কাজী ও শেহরান খানের পর এবার লাল-সবুজ জার্সিতে অভিষেক হচ্ছে আরেক প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হকের।

ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ সাজিয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ মারুফুল হক। জামাল, তারিক, সেহরানরা জাতীয় দলের জার্সি গায়ে দিলেও ইউসুফ গায়ে দিচ্ছেন অলিম্পিক দলের জার্সি।

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইউসুফ। প্রথম ম্যাচে কোচের মন জয় করে পরের ম্যাচেই জায়গা নিলেন একাদশে।

উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ সময় বিকেল ৪টায় স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। উজবেকিস্তান আয়োজক হিসেবে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে বিধায় তাদের বিপক্ষে বাংলাদেশের খেলাটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। গ্রুপের শেষ ম্যাচ ২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে।

সানবিডি/ এন/ আই