নওগাঁয় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-৩০ ১৬:৩৫:৪৬
নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নওগাঁ শহরের আরজিনওগাঁ এলাকার নামা শিকারপুরে এ ঘটনা ঘটে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছে- ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। একপর্যায়ে ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা নামে চার শিশু পানিতে ডুবে যায়। বাকি দুইজন পাড়েই ছিল। তারা কান্না শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরপর তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
সানবিডি/ এন/আই