ইউপি নির্বাচন: চাতলপাড়ে জাপার প্রার্থী হলেন শফিক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-৩১ ১৬:০৩:৩০
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোয়ন পেয়েছেন শফিক মিয়া।
গত ১৪ অক্টোবর তাকে মনোনয়নপত্র দেওয়া হয়। শফিক মিয়া বর্তমানে নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
শফিক মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত আছেন। দলের সুসময়ে যেমন দলের সাথে ছিলেন দুঃসময়েও তিনি সবসময় পাশে ছিলেন। দল তাকে মূল্যায়ণ করায় তিনি কৃতজ্ঞ। দল তার ওপর বিশ্বাস রেখেছে, এর শতভাগ প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সানবিডি/ এন/আই