বিয়েতে গান বাজানোয় তালেবানের গুলি, নিহত ২  

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩১ ১৯:১৭:৫৯


আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোয় গুলি ছুড়ে দুইজনকে হত্যা করা হয়েছে।

দেশটির পূর্বাঞ্চলীয় ননগরহর প্রদেশের সুর্খ রাউদ জেলার এ ঘটনায় হামলাকারীরা নিজেদের ‘তালেবান’ বলে পরিচয় দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১০ জন।

এ বিষয়ে তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, তিন হামলাকারীর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসলামিক আন্দোলনের জন্য এমন হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে সুর্খ রাউদ জেলায় চারটি জুটির এক সঙ্গে বিয়ের অনুষ্ঠান চলছিল। স্থানীয় তালেবান নেতাদের কাছ থেকে তারা রেকর্ড করা সঙ্গীত বাজানোর অনুমতি নিয়েছিলেন। তারপরও হামলা চালানো হযেছে।

রাতে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ এক দল মানুষ এসে গান বন্ধ করতে বলেন। তবে সেখানে থাকা লোকজন তার প্রতিবাদ করলে গুলি ছোড়া হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

সানবিডি/এনজে