এবার ফেরি উদ্ধারে যোগ দিলো ‘জেনুইন’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০১ ১৭:০১:২১
রুস্তম-হামজা ব্যর্থ হবার পর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আংশিক ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ শুরু করেছে চট্টগ্রামের বেসরকারি কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজ। পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে ফেরিটি পর্যাবেক্ষণ করে কোম্পানিটির ডুবুরি দল।
এ ব্যাপারে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বলেন, রোববার নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার (১ নভেম্বর) ভোরে এসে পৌঁছেছি। ডুবুরি দলটি প্রাথমিক পর্যাবেক্ষণের কাজ শুরু করেছে। অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।
ফেরি উদ্ধারে রোববার কোম্পানির সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) চুক্তি হয়। এ সময় বিআইডব্লিটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান বলেন, ‘জেনুইন কোম্পানির মালিক আমাদের কাছে প্রায় দুই কোটি টাকা চেয়েছেন। আমরা তাদের ফেরি উদ্ধারের কাজ শুরু করতে বলেছি। ফেরি উদ্ধার কাজের সমস্ত ব্যয়ভার আমরা নেব।’
এদিকে দুর্ঘটনার চতুর্থ দিন গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফেরির সঙ্গে ডুবে যাওয়ায় ১৪টি পণ্যবাহী যানবাহন ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করা এসব যানবাহন মালিকদের কাছে হস্তান্তর করে পুলিশ।
গত ২৭ অক্টোবর পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনসহ রো রো ফেরি আমানত শাহ কাত হয়ে হেলে পড়ে। এতে করে ফেরিটি আংশিক ডুবে যায় এবং ফেরিতে থাকা যানবাহন নদীতে পড়ে যায়। ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন। ঘটনার চতুর্থ দিনে গত শনিবার সকাল থেকে ‘রুস্তম’ নামের বিআইডব্লিউটিএর উদ্ধারকারী আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।
সানবিডি/এনজে